অ্যান্ড্রয়েডের Link2sd এর মাধ্যমে কিভাবে ইন্টারনাল মেমোরি বাড়ানো যায়?~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Mobile Utilities >>> অ্যান্ড্রয়েডের Link2sd এর মাধ্যমে কিভাবে ইন্টারনাল মেমোরি বাড়ানো যায়?

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

Link2sd: সহজেই বাড়িয়ে নিন অ্যান্ড্রয়েডের
ইন্টারনাল মেমোরি বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনেই ইন্টারনাল মেমোরি খুব কম থাকে। মাত্র ২০০-৪০০ মেগাবাইটের মত। কিন্তু বেশিরভাগ অ্যাপ্লিকেশনই ডিফল্ট অবস্থায় ইন্টারনাল মেমোরিতেই
ইন্সটল হয় যার ফলে একসময় দেখা যায় যে মেমোরি ফুল এবং ফোন স্লো হয়ে গেছে। যদিও অনেক এপ এসডি তে ইন্সটাল করা যায়, কিন্ত সব করা যায়না বা করা গেলেও অনেক কিছু
সেই ইন্টারনাল মেমরিতেই থেকে যায়। এই সব সমসার সমাধান হচ্ছে link2sd।
link2sd এমন একটি অ্যাপ যা আপনার ইন্টারনাল মেমরির সব অ্যাপ্লিকেশন আপনার SD Card এর ২য় partition-এ পাঠাবে। এটি ব্যবহারের আগে আপনাকে মেমোরি কার্ডে একটি দ্বিতীয় পার্টিশন করে নিতে হবে। এরপর এই অ্যাপ্লিকেশন ব্যবহার করলে আপনার আর কোনোদিন ইন্টারনাল মেমোরি ফুল এই
চিন্তা করতে হবেনা। চলুন দেখে আসা যাক কিভাবে এটি ব্যবহার করবেন।
আপনার যা যা লাগবেঃ
ফোনটি rooted হতে হবে। কিভাবে রুট করবেন তা আপনার ফোন এর মডেল এর উপর নির্ভরশীল।
এসডি কার্ডটিতে ২টি পার্টিশন করতে হবে। এসডি কার্ড ব্যাকআপ রাখতেই হবে।
তো চলুন শুরু করা যাক।
ধাপ – ১: পার্টিশন করুন আপনার এসডি কার্ড
আপনার এসডি কার্ড ২ ভাবে পার্টিশন করা যেতে পারে। আমার পরামর্শ হচ্ছে clockworkmod recovery ব্যবহার করা। যদিও অনেকে minitool ব্যবহার করেছেন।
এখানে দু’টোর ব্যবহারের পদ্ধতিই বলেছি।
Clockworkmod Recovery সিস্টেমঃ
প্রথমেই রিকভারি তে ঢুকুন। Advanced মেনু তে যান।
Partition SD card এ যান। ext দিন 512mb অথবা 1024mb। এর বেশি লাগবেনা; 512mb
যথেষ্ট। swap 0mb দিন, অথবা 128mb করে রাখতে পারেন। swap এর কাজ পরে বলব।partitioning sd card আসবে, অপেক্ষা করুন। কিছুটা সময় লাগবে।
Partitioning done! আসলে রিবুট করুন এবং ব্যাকআপ থেকে এসডি কার্ড এর ডাটা রিস্টোর
করুন।
Minitool দিয়ে পার্টিশনের পদ্ধতিঃ
মেমরি কার্ডটি কার্ড রিডার দিয়ে পিসিতে কানেক্ট করুন। এবার এখান থেকে মিনিটুল ডাউনলোড করে নিন।
এর পর ইন্সটল করে মিনিটুল ওপেন করুন। এসডি কার্ড এর ড্রাইভ লেটার দেখে সেটি ডিলিট
করে দিন ( ডেটা চলে যাবে, তাই আগেই ব্যাকআপ রাখবেন )।
এবার সেই ড্রাইভ এই create as দিন।
primary সিলেক্ট করুন।
ফাইল সিস্টেম 2gb এর কম হলে FAT দিন, বেশি হলে FAT32.
পার্টিশন সাইজ পুরো কার্ড দিবেন না।
শেষ এ unallocated space কিছু খালি রাখুন। এটিতেই আপনার ext পার্টিশন হবে।
আবার create as > primary দিন unallocated space-এ।
এবার ফাইল সিস্টেম দিবেন ext2. পুরো জায়গা টুকুই নিয়ে নিন।
এবার ওকে দিয়ে অ্যাপ্লাই দিন।
(মিনিটুল দিয়ে পার্টিশনের গাইড নেয়া হয়েছে এক্সডিএ উইকি থেকে।)
এবার ব্যাকআপ থেকে ডাটা রিস্টোর করুন।
এতক্ষণ গেল পার্টিশন করা। মুল ঝামেলা শেষ!
Link2SD কনফিগারেশনঃ
এবার ফোনে link2sd অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। এই পদ্ধতিতে গুগল
প্লে থেকে সরাসরি কম্পিউটারেও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন।
ইন্সটল হলে ওপেন করুন । SuperUser request আসবে; allow করুন ।
ফাইল সিস্টেম সিলেক্ট করতে বলবে। ext2 দিন। (minitool এ অন্য কিছু দিয়ে থাকলে ফাইল
সিস্টেম সেটা দিবেন)।
ওকে দিন। রিস্টার্ট করতে বলবে। ফোন রিস্টার্ট করুন।
রিস্টার্ট করার পর আবার link2sd ওপেন করুন। একটা ডায়লগ আসবে, ওকে দিন।
এবার নিচের ছবি তে যে অপশন থেকে মেনু বেরিয়েছে সেটি ক্লিক করুন।
এবার মেনু থেকে multi-select ক্লিক করে select all দিন । এরকম হবেঃ
এবার actions থেকে create link দিন।
তিনটি অপশনই tick করুন এবং ওকে দিন ।
Create হবে, শেষ হলে ওকে দিন।
প্রায় শেষ। এবার যেন ভবিষ্যতে অটো লিঙ্ক হয় তার ব্যবস্থা।
মেনু থেকে সেটিং এ যান।
Auto link ক্লিক করুন।
তিনটি অপশনই Tick দিন। এবার বেরিয়ে যান।
ব্যাস, আপনার আর কখনও ইন্টারনাল মেমরি নিয়ে ভাবতে হবেনা।
মেমরি স্ট্যাটাস দেখতে link2sd এর মেনু থেকে storage info দিন।
অবশিষ্ট
ext2, ext3, ext4 এগুলো ফাইল সিস্টেম। link2sd তে ext2 সবচেয়ে দ্রুত কাজ করে। অবশ্য
চাইলে FAT ব্যবহার করতে পারেন।
swap যদি করে থাকেন, তাইলে নিচের কাজ টি করুন। শুধু Advanced User-দের জন্যে। কাজ
করবে কিনা তা পুরোপুরি ফোনের উপর। কাজ না করলে আমার কিছু করার নেই।
কোনও Root Browser দিয়ে /etc/init.d ফোল্ডার এ new file create করুন। নাম দিন
16swapon। এই কাজে Solid Explorer ব্যবহার করতে পারেন।
এবার সেটি টেক্সট ফাইল হিসাবে ওপেন করুন এবং লিখুনঃ
#!/sbin/sh
swapon /dev/block/mmcblk0p3
(উপরে blk এর পর zero, ও না )
এবার সেভ করে ফাইল এর properties এ যান। permissions থেকে প্রত্যেকটিতে টিক দিন।
সেভ করুন । এবার ফোন রিস্টার্ট করুন। কাজ করলে terminal emulator এ free লিকে enter
দিলে swap এর পাসে কিছু ভ্যালু পাবেন; না হলে swap 0 দেখাবে। swap on করলে আপনার
ফোন এর RAM হিসাবে swap অংশ টুকু কাজ করবে।
আশা করি আপনাদের কাজে আসবে এই পোস্টটি । কোনো সমস্যা বা মতামত অবশ্যই
মন্তব্যের ঘরে নিচে জানাবেন!

Link2sd: Easily Increase Android
Most Android phones internal memory Internal memory is too low. Just like 200400 megabytes. But most applications by default Internal memoritei
Once the flowers can be seen that the memory is installed and the phone is slow. While many app to SD insatala can be, but we can not all or even some
It is from the Internal memaritei. The solution rose to claim link2sd.
link2sd an app to your SD Card to your internal memory for all applications send partition- II. Memory card before you can use it to take a second partition. Then use this app if you have never in your internal memory and the flowers
Do not have to worry. Let's see how to use it.
Your lagabeh
The phone must be rooted. How to root your phone depending on the model.
SD card will be two partitions. SD card backup must.
So let's get started.
Step - 1: partition your SD card
The way to partition your SD card. My advice is to use clockworkmod recovery. Still others have used minitool.
Here are two methods I use.
Clockworkmod Recovery System
Sign on the beginning of recovery. Go to the Advanced menu.
Go to the Partition SD card. ext day or 512mb 1024mb. No one wants more; 512mb
Enough. swap 0mb day, or you can 128mb. The swap will work. partitioning sd card will wait. It will take some time.
Partitioning done! Reboot the backup and restore data from the SD card
Please.
Process the partition Minitool
Connect the PC to the memory card, card reader. Please download it from here minitula.
Then install minitula Open. Then delete the SD card's drive letter
Day (data will be gone, so you should backup before).
But the drive to create as of this day.
Select primary.
The FAT file system is less than 2gb of the day, more than FAT32.
Do not pay full card partition size.
Keep some empty at the end of unallocated space. Etitei to your ext partition.
Again create as> primary day in unallocated space-.
The file system will ext2. Take the whole place is already too much.
Now apply the day with him.
(Minitula taken eksadie wiki guide to the partition.)
Restore data from the backup.
Could partitioned so long. The main problem is over!
Link2SD Kanaphigaresanah
Please download the application on the phone link2sd. This method Google
Play can download the application directly from the computer.
Open to install. SuperUser request will come; Please allow.
The system will ask you to select the file. ext2 day. (Minitool with something else if the file
The system will make it).
Give him. Will ask you to restart. Restart the phone.
Link2sd open again after restart. A dialog will let him.
The picture below, click on the option from the menu it out.
Click the multi-select from the menu select all days. It will be
Now let actions to create link.
Apasanai three days tick and OK.
Create, and at the end of her days.
Almost there. This is linked to the future of the auto.
Go to the settings menu.
Click Auto link.
Tick ​​apasanai three days. Now go out.
Diameter, you would never think of internal memory.
Link2sd to see the status of the memory storage info from the day's menu.
Remaining
ext2, ext3, ext4 file systems are. link2sd work on the ext2 fastest. But
You can also use the FAT.
swap If so, then please do the following cases. Only those who Advanced User-. Job
Whether on the phone. Does not work I do not have to do anything.
Root Browser /etc/init.d with a new file create the folder. Name
16swapon. Solid Explorer can be used for this purpose.
Now open it as a text file and enter
#! / Sbin / sh
swapon / dev / block / mmcblk0p3
(Blk above the zero, and is not)
Save the file and go to properties. Each tick of permissions.
Save. Now restart the phone. Leak free when you enter the terminal emulator
Get anything close to the value of the swap; If you do not show up swap 0. If you swap on
RAM stands as a swap part of the phone will work.
We hope you will use this post. Of course any problem or opinion
Tell us in the comments below!