|
|
|
Tamanna
|
Modarator Team
Total Post: 7639
From:
Registered: 2011-12-11
|
|
|
পানিতে ভেজা মোবাইল রক্ষা করুনঃ ১২ টি ধাপে
বর্ষাকালে আপনার মোবাইল ভিজে যাওয়া কোন কঠিন ব্যাপার না। আপনি কি কখনও আপনার শখের মোবাইল টি ভুল বশত পানিতে ফেলে দিয়েছেন? অথবা এর চেয়েও খারাপ… টয়লেটে?! গরমে অস্থির হয়ে পকেটে রেখেই বাথরুমে গোসল করতে শুরু করে দিয়েছেন? বা পকেটে রেখেই সাঁতার কেটেছেন? অথবা ভুল বশত মসজিদে অজুর স্থানে মোবাইলটি ফেলে দিয়েছেন? যেভাবেই মোবাইল ভিজুক না কেন, ভেজা মোবাইল মানেই আপনাকে টা পরিবর্তন করতে হবে। কিন্তু আপনি যদি দ্রুততার সাথে কিছু পদক্ষেপ নেন, হয়ত আপনার মোবাইল টি জানে বেঁচে জেতে পারে। নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন এবং আপনার মোবাইল ভিজে গেলে একে বাঁচানোর চেষ্টা করুন।
১। মোবাইলটি যত দ্রুত সম্ভব পানি থেকে বের করে ফেলুন। মোবাইল এর প্লাস্টিক কভারটি মোটামুটি শক্ত হয়ে থাকে, কিন্তু এতে পানি ঢুকতে খুব বেশি সময় লাগে না, খুব বেশি হলে ২০ সেকেন্ড। মোবাইলটি তাড়াতাড়ি ধরে নিন। একে ভুলেও চালু করবেন না, কারণ এতে খুব সহজেই শর্টসার্কিট হতে পারে (যদি চালু থাকে, তবে তৎক্ষণাৎ বন্ধ করে দিন)। পানিতে গেলে এক শুকানো অপরিহার্য, কাজ করুক বা না করুক।
যদি পানি বের করতে দেরি করে ফেলেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাটারি খুলে ফেলুন। এতে মোবাইল এর মধ্যে সকল বিদ্যুৎ প্রবাহ বন্ধের নিশ্চয়তা দেওয়া যায়।
২। মাথা ঠাণ্ডা রাখুন। আপনার ফোনটি যদি দ্রুত বেদ করে ফেলে, তবে হয়তবা তেমন ক্ষতি হয়নি। আর যদি দেরি হয়েও যায়, মনে হয় না যে আপনার মাথা গরম করে ফোনটিকে শুকাতে পারবেন। হাল ছেড়ে দেওয়ার আগে আরও অনেক কিছু করার আছে।
৩। মোবাইলের ব্যাটারি খুলে ফেলুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপের একটি। বিদ্যুৎ আর পানির মধ্যে কেমন বিক্রিয়া হচ্ছে সেটা না ভাবলেও চলবে, মদ্দা-কথা এরা দুজন কখনও এক সাথে থাকতে পারে না। মোবাইলের ভিতরে অনেক বিশেষ বিশেষ অংশ আপনি ক্ষতির হাত থিকে বাঁচাতে পারেন যদি আপনি এর শক্তির উৎস (ব্যাটারি) টিকে বিচ্ছিন্ন করে দেন।
৪। সিম কার্ডটি খুলে ফেলুন। এতে অনেক প্রয়োজনীয় তথ্যাবলী থাকতে পারে। অনেকের কাছে ফোনটির চেয়ে সিম কার্ডের ওই তথ্য গুলোর মূল্যই বেশি। যদিও সিম কার্ড খুব সহজে নষ্ট হয় না, তবে ফোনটি বাঁচাতে পরবর্তী কয়েকটি ধাপ হয়ত সিমের জন্যে সহায়ক হবে না। খুলে শুকনো করে এক পাশে রেখে দিন, যতক্ষণ আপনার ফোন ব্যবহার উপযোগী না হয়।
৫। মোবাইলে ব্যবহৃত অন্যান্য জিনিস গুলোও আলাদা করে দিন। যেমন: কভার, হোল্ডিং ইত্যাদি।
৬। মোবাইল ফোনটি ভালভাবে শুকান। এক ফোঁটা পানিও মারাত্মক হতে পারে ফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করে। তাই আপনাকে অবশ্যই দ্রুত এবং সতর্কতার সাথে শেষ বিন্দু পরিমাণ পানিও মুছে ফেলতে হবে।
দ্রষ্টব্য: হালকা ভাবে মোবাইল টি মুছবেন। অতিরিক্ত ঝাঁকালে অভ্যন্তরীণ বিভিন্ন অংশে পানি ঢুকে যেখান এখনও পর্যন্ত পানি প্রবেশ করেনি। এক্ষেত্রে, হিতে বিপরীত হয়ে যাবে।
টিস্যু পেপার বা সুতির কাপড় ব্যবহার করুন। হালকা ভাবে প্রতিটি কোণা মুছে ফেলুন। ফোনের যেসব অংশে ছিদ্র বা গর্তের মত আছে (যেমন: কী-প্যাড), সেখানে টিস্যুর শুকনো অংশই ব্যবহার করুন। কারণ, ভাজ অংশের পানি ভিতরে চলে জাতে পারে।
ব্যাটারি খুলে অভ্যন্তরীণ অংশ মুছতে ভুলবেন না যেন।
৭। সম্ভব হলে ভ্যাকুম ক্লিনার ব্যবহার করুন। আপনার ফোনের বিভিন্ন অংশের মধ্যে থেকে একদম ক্ষুদ্র পানির বিন্দু টেনে বের করতে এর জবাব নেই। তাই, যদি বাসায় ভ্যকুম ক্লিনার থেকে থাকে তবে একে ব্যবহার করুন। ফোনটির প্রতিটি সম্ভাব্য অংশে এর ব্যবহার করুন। এতে আপনার ফোনটি অনেকাংশেই শুকিয়ে যাবে, কিন্তু এখনও এটি চালু করা মোটেও নিরাপদ নয়। তাই, তাড়াহুড়ো করবেন না।
দ্রষ্টব্য: ভ্যকুম ক্লিনার এর পরিবর্তে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না (Cold Mode এও নয়)। এতে অনেক অংশের পানি ভিতরে ঢুকে যেতে পারে। আর যদি ড্রায়ার খুব গরম হয়, তবে আপনার ডিভাইস টির ক্ষতি হতে পারে। তাই ভুলেও, হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।
৮। মোবাইলটি শুকাতে চাল ব্যবহার করুন। শুকনো চাল খুব ভাল কাজ করে থাকে। এর মধ্যে এক রাতের জন্য আপনার মোবাইল টি রেকে দিন। এতে, মোবাইল এ এক কণা পানিও বাকি থাকবে না।
দ্রষ্টব্য: ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রতি ঘণ্টায় ফোনটি উল্টে দিন।
৯। চাল থেকে বের করার পরে শুকনো একটি তোয়ালেতে ফোনটি রাখুন। মনে রাখবেন, এই সব কিছুর উদ্দেশ্যই হচ্ছে ফোনটিকে পুরোপুরি ভাবে শুকানো। তাই ভেজা তোয়ালে বা অন্য কিছু ব্যবহার করে এতক্ষণের সকল মেহনত নষ্ট করে দিবেন না।
১০। সময় হয়েছে ফোনটি টেস্ট করার। আপনি যদি অন্তত ২৪ ঘণ্টা বা এর চাইতে বেশি সময় (সম্ভব হলে) অপেক্ষা করে উপরের ধাপগুলো পূর্ণ করে থাকেন, তাহলে এখন ফোনটি চালু করতে পারেন। ভালভাবে পরিষ্কার করে ব্যাটারিটি লাগান এবং ফোনটি চালু করুন।
টিপস: যদি ফোনটি এখনও কাজ না করে, একে ব্যাটারি ছাড়া চার্জারে লাগিয়ে দেখতে পারেন। যদি দেখেন কাজ হচ্ছে, তাহলে আপনাকে একটি নতুন ব্যাটারি কিনতে হবে।
আর যদি টা না হয়, তবে সময় হয়েছে এটিকে একজন প্রফেশনাল মেকানিক এর কাছে নেওয়ার। এক্ষেত্রে সবচেয়ে ভাল হবে যদি আপনি ফোনটিকে ফোনের ব্র্যান্ড অনুযায়ী ডিলারের কাছে বা সার্ভিস সেন্টারে নিয়ে যান। যেমন: নকিয়ার জন্য নকিয়া কেয়ার সেন্টার। তাদের কাচ থেকে পানিতে পড়ার বিষয়টি লুকনো খুব ভাল আইডিয়া হবে না। কারণ, অনেক ক্ষেত্রে মোবাইল ভিজলে একে বিশেষ ভাবেই ঠিক করতে হবে, নতুবা সার্ভিস কোন কাজে দিবে না।
১১। শুকানোর পরেও যদি ফোনটি চালু না হয়, আপনি একে পুরোপুরি ভাবে খুলতে পারেন (যদি আপনার প্রাথমিক ধারণা থেকে থাকে)। এর কেসিং এবং অন্যান্য সকল অংশ সাবধানতার সাথে খুলে টিস্যু পেপার দিয়ে মুছুন। আপনি আবার ভ্যকুম ক্লিনার ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে কোন ঢিল অংশ জেন এর ভেতরে চলে না যায়। আর আপনি যদি ফোনটি খুলতে সাহস না পান, তবে আপনার কোন বন্ধু বা পরিবারের অন্য কার কাছে সাহায্য চাইতে দ্বিধা বধ করবেন না। তেমনটি সম্ভব না হলে, প্রফেশনাল ব্যক্তির সাহায্য নিন।
টিপস: যদি দেখে ফোন চালু হয়েও উল্টো পাল্টা আচরণ করছে, তাহলে বুঝবেন ভিতরে আপনি কিছু পানি মিস করে দিয়েছেন। এক্ষেত্রে আবার খুলে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেখুন। অথবা, মোবাইল ফোনের প্রফেশনালের সাহায্যে এমন ক্রুটি খুবই সহজে দূর করতে পারেন।
১২। আপনি যদি অ্যাপলের আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তবে আপনি আপনার স্মার্টফোনটিকে পেপার তাওয়াল দিয়ে মুছে খুব সহজেই ব্যবহার উপযোগী করে তুলতে পারেন। এছাড়া আপনি আপনার আইফোনের জন্য ওয়াটারপ্রুফ কভার কিনতে পারেন যদি আপনার আইফোন 4 বা 4S থাকে। আর যদি আইফোন 3GS বা পূর্বের ভার্সন থাকে, কভারের সুবিধাটা আপনার কপালে নেই =(
টিপস:
মোবাইল ফোনের সকল অংশ খুলে শুকনো জায়গায় রাখুন।
মোবাইলটি যদি একই সময় ভাজে এবং চালু থাকে, এটা মারাত্মক হয়ে থাকে। যদি আপনি ভিতরের পার্টস জ্বলে যাওয়ার আগেই এটিকে বন্ধ করতে পারেন, আপনার মোবাইল হয়ত বেঁচে যাবে।
অতিরিক্ত তাপমাত্রা মোবাইলের জন্য ক্ষতিকারক। ধৈর্যের সাথে ফোনটি শুকান। অধৈর্য হয়ে অতিরিক্ত তাপ প্রয়োগ করবেন না। মনে রাখবেন, মোবাইল ফোন ভেজে ফেলা আপনার উদ্দেশ্য নয়।
ফোনেটির ভিতরের কিছু অংশে আপনি বিশেষ ভাবে তাপ দিতে পারেন। যেমন: টেবিল ল্যাম্প বা হিটার এর সাহায্যে।
আমি এই টিপসগুলো বর্ষাকালের আবহাওয়া এবং এর সমস্যাকে মাথায় রেখে করেছি। অধিকাংশ ক্ষেত্রেই আপনার পক্ষে সম্ভব নয় বৃষ্টির পানিতে ভিজে যাওয়া কোন মোবাইল সার্ভিস করতে দোকানে নিয়ে যাওয়া যখন বাইরে বৃষ্টি হচ্ছে বা অন্য কোন জরুরি অবস্থায়। হাত পা গুটিয়ে বসে না থেকে উপরের ধাপগুলো অনুসরণ করে আপনি নিজেই মোবাইল টিকে পুনরায় ব্যবহার উপযোগী করে তুলতে পারেন।
সতর্কতা
ফোনটিকে ভেজা অবস্থায় ফেলে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব শুকাতে শুরু করুন।
ফোনটি কোনভাবেই শুকানোর আগে চালু করার চেষ্টা করবেন না। এতে শর্টসার্কিট হয়ে পুরো ফোনটিই বাতিল হয়ে যাবে। আমি একবার এভাবে চালু করায় ফোনের ডিসপ্লে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। যদিও আমি সারাদিন শুকিয়ে ছিলাম।
মোবাইল ফোন শুকাতে ওভেন ব্যবহার করতে যাবেন। যেমনটি আগে বললাম, আপনি মোবাইলটি ভাজতে বা গলাতে এসব করছেন না।
ব্যাটারিটি অতিরিক্ত তাপ থেকে দূরে রাখুন। খুব সহজেই আগুন লেগে যেতে পারে।
আজকালকার অধিকাংশ আধুনিক মোবাইল ফোনের ব্যাটারির নিচেই একটি “liquid damage indicator sticker” থাকে। যা পানি দ্বারা ক্ষতিগ্রস্ত হলে রঙ পরিবর্তন করে (যেমন: লাল থেকে গোলাপি হয়ে যায়)। যাতে করে মোবাইল টেকনিশিয়ানরা বুঝতে পারেন আপনি কি ঘটনা ঘটিয়েছেন। আমার জানামতে, কোন ওয়ারেন্টই “water damage” সাপোর্ট করে না। এজন্য যদি মিথ্যা বলে ফ্রি সার্ভিস করাতে চান, মফিজ হয়ে যাবেন :-P
তৎক্ষণাৎ পানি থেকে বের করে ব্যাটারি খুলে ফেললে, আপনার মোবাইল টি বাঁচার সবচেয়ে বেশি আশা থাকবে।
|
|
|
|
|
|
|
Tamanna
|
Modarator Team
Total Post: 7639
From
Registered: 2011-12-11 |
|
|
Step 1: the T cell to protect water wet
The rainy season is difficult to wet your mobile phone. Have you ever left your hobby into a mobile number given in error? Or worse ... the toilet ?! The heat has started to take a shower in the bathroom without straining your pocket? Or without pocket spent swimming? or he has dropped the phone at Mosque bath place mistakenly? No matter how mobile bhijuka, wet mobile means you can change at will. But if you take some action quickly, you may know that your mobile number can survive wins. Follow the following steps to try and save it on your mobile when wet.
1. Remove from the water as quickly as mobile as possible. Mobile's plastic cover is fairly strong, but it takes too much time not to enter the water, too, if 0 seconds. Take the mobile phone soon. Do not turn it back here, because it can be easily short circuit (if it is turned on, then immediately turn off). When water is essential to a dried, whether or not work.
If the water turns out late, then unplug the battery as soon as possible. The mobile phone is guaranteed to stop the flow of electricity.
II. Keep a cool head. If your phone quickly left the Vedas, but maybe not as much damage. And if you are late, do not think that you can dry your phone in your head warm. There are a lot more things to do before giving up.
3. Remove phone battery. This is one of the most important steps. Electricity and water do not think it will be a sort of reaction, these two are not the words of one of the billy-can not coexist. Many special part inside the phone can save you if you thike loss of the power source (battery) to remain isolated.
4. Remove the SIM card. It may be a lot of useful information. To many, the phone is more than the value of the information to the SIM card. The SIM card is not easily broken, save the phone SIM for the next steps may be helpful. Leave one side open to dry, as long as your phone is not usable.
5. The other thing that separates the substitutions used in mobile phones. For example, cover, holding on.
6. Mobile phone dry well. A drop of water can be fatal phones into a variety of important parts. So you end points quickly, and the water must be removed carefully.
Note: T-Mobile Delete lightly. Additional shrugged internal different parts of the water into which water has entered so far. In this case, it will be counterproductive.
Use tissue paper or cotton cloth. Remove light each corner. The part of the phone there is a hole or a hole-like (such as key-pad), use part of the dry tissue. The folded parts of the water that knows inside out.
Do not forget to remove the battery and open the internal part.
7. If possible, use a vacuum cleaner. In different parts of your phone to pull out from the very small to the point of water is not the answer. So, if you use it if the home is cleaner bhyakuma. Use every possible part of the phone. Your phone will be mostly dry, but still it is not safe to be introduced at all. So, do not rush.
Note: Do not use a hair dryer instead of bhyakuma cleaner (Cold Mode is also). It can be entered in many parts of the water. If the dryer is too hot, it can cause damage to your device over. So forgotten, do not use hair dryer.
8. Mobile phone use dry rice. Dry rice works very well. Enter your mobile number reke for the one night. Then, the rest of the water particles do not have a mobile phone.
Note: Invert the phone every hour until sleep.
9. Keep the phone in a towel to dry the rice out. Remember, the object of all the phone to dry completely. Therefore, by using wet towels or anything else do not we just destroy all the labor.
10. It's time to test the phone. If you want to at least 4 hours or more (if possible) than the above steps have been completed, you can now turn on the phone. Apply thoroughly clean the battery and turn on the phone.
Tips: If the phone still does not work, you can see it on the charger without the battery. If you see being done, then you need to buy a new battery.
And if not at, but it's time to take it to a professional mechanic. It would be better if the brand of the phone according to the phone to the dealer or service center to go to. For example, for Nokia Nokia Care Center. Glass of water from the reading will not be hidden in very good idea. Because, in many cases mobile Kiss her in a special way to fix it, or will not avail the service.
11. If the phone is not turned on after drying, you can open it fully (if you have your initial idea). Casing and open to all other parts of carefully remove with a tissue. You can use the bhyakuma cleaner. However, note that you can not leave any stone inside Jane's part. And if you do not dare to open the phone, if you have any friends or family to whom to ask for help, do not hesitate to kill. If you can not ability, professional person to get help.
Tips: If you turn on the phone at the counter opposite behavior, then understand that you have missed some water. The reopening of the brush with a clean look. Or, mobile phones with the help of professionals such errors can be very easy to remove.
1. If you're using Apple's iPhone, but you can use your smartphone easily removed with paper taoyala can make. The waterproof cover for your iPhone 4 or iPhone 4S you can buy it. And if you have iPhone 3GS or earlier versions, does not cover the advantages of your forehead = (
Tips:
Dry place open to all mobile phone parts.
If the mobile phone is turned on at the same time and fold, it is fatal. If you can turn it off before you burn the inner parts, your mobile may be saved.
Excess heat is harmful for mobile. With patience, the phone dry. Do not apply excessive heat impatiently. Remember, your goal mobile phone had not fry.
In particular, you can heat the inner part of the phone. For example, the table lamp or heater.
The tips of the rainy season, the weather and the problems I have in mind. In most cases it is not possible for you to go to the rain, soaked in water to make a mobile service to the stores or any other emergency situation when it's raining outside. Do not sit back in the top of the steps you can make yourself useful to re-use the mobile stand.
Caution
Do not leave the phone in wet conditions. Get started as soon as possible to dry.
Do not try to turn on the phone before drying in any way. The leakage of the whole phone number will be canceled. Thus, once I turn the phone's display was completely destroyed. Although I was dry all day.
Mobile phone will use the oven to dry. As I said before, these are not the mobile fry or melt.
Keep the battery away from excessive heat. Can be easily caught fire.
Today's most modern mobile phone battery under a "liquid damage indicator sticker" is. If you change the color of which is affected by water (such as the pink to red). Mobile technicians so that you can understand what has happened. To my knowledge, no oyarentai "water damage" is not supported. The service is free if you want to tell a lie, you'll be Mofizuddin :-P
Immediately cut off the battery out of the water, your mobile number will be hoping to avoid the worst.
|
|