ওয়ার্ডপ্রেসকে হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Wordpress >>> ওয়ার্ডপ্রেসকে হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

ওয়ার্ডপ্রেসকে হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা

যারা নতুন শুরু করছেন অনেক পরিশ্রম করে নিজের ওয়ার্ডপ্রেস সাইটটা দাড় করানো চেষ্টা করছেন, কিন্তু হঠাৎ একদিন কোন হ্যাকার এসে সেটা হ্যাক করে গেলো। আপনার সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। আগে থেকে জানা থাকলে হয়তো আপনি সাইটটি ঠিক করে নিতে পারবেন কিন্তু জানা না থাকলে কি করবেন?

ওয়ার্ডপ্রেসে নতুন হওয়ায় প্রায়শই অনেককে দেখেছি ঘাবড়ে যেতে, এমনটা হলে ব্যাপারটা আসলেই বিরক্তিকর হবে। আর তাই শুরু থেকেই যদি সিকিউরিটির ব্যপারে সতর্ক হওয়া যায় তাহলে হ্যাকিং এর ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব। একটা কথা নিশ্চই আমাদের জানা আছে Prevention is Better than Cure. তাই আগে থেকেই আমাদেরকে হ্যাকার যাতে সাইটটাকে হ্যাক করতে না পারে সেই ব্যপারে সতর্ক হতে হবে।

আজ আমরা আপনাদের এমন একটি প্লাগিংসের সাথে পরিচয় করিয়ে দেব যেটা আপনার বিভিন্ন ধরনের হ্যাকিং Attempts থেকে আপনার সাইটকে/ব্লগকে রক্ষা করবে। প্লাগিংটার নাম “Better WP Security” (By Bit51.com) ডাউনলোড করুন এখান থেকে http://wordpress.org/extend/plugins/better-wp-security/।

এই প্লাগিনটি যে সব ভাবে আপনাকে সুরক্ষা দেবে...

১. এটি আপকে জানান দেবে যে আপনি আপনার সাইটের লগ-ইন এর ইউজারনেম এডমিন রেখেছেন কিনা যদি রাখেন তাহলে চেঞ্জ করার জন্য আপনাকে ওয়ার্নিং দেবে।

২. সধারনত ওয়ার্ডপ্রেস সাইটের প্রিফিক্স wp_ থাকে আপনি চাইলে খুব সহজেই সেই প্রিফিক্স পরিবর্তন করে অন্য যে কোন একটি দিতে পারবেন। [বিঃদ্রঃ যারা ডাটাবেজ সম্পর্কে ভাল জানেন না তারা এই অপশনটি ব্যবহার করবেন না তাতে সাইটের ক্ষতি হতে পারে।]

৩. এই প্লাগিংস টি আপনার সাইটের .htaccess ফাইল প্রটেক্ট করবে।

৪. Bad Login Attempts থেকে আপনার সাইটে রক্ষা করবে। এমনকি ইরর লগ-ইন এ কোন ইরর মেসেজ দিবে না।

৫. মেটা ট্যাগ থেকে রিমুভ করবে।

৬. এটি আপনার সাইটের ওয়ার্ডপ্রেস ভার্সন হাইড করে দেবে।

৭. আপনার ব্লগের প্রধান এডমিন ছাড়া কোন প্রকার আপগ্রেড/আপডেট অন্য কোন ইউজার বা ব্যবহারকারিকে দেখাবে না।

এছাড়াও আরো অনেক প্রকার সিকিউরিটি দিবে এই প্লাগিংটা। আর যেহেতু একটা প্লাগিংস এ এত সুবিধা তাই অনেক সিকিউরিটি প্লাগিং ব্যবহার না করে একটা ব্যবহার করাই উত্তম।
Collected