মোবাইল ফোন ভাইরাসমুক্ত রাখুন~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Mobile Utilities >>> মোবাইল ফোন ভাইরাসমুক্ত রাখুন

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

মোবাইল ফোন ভাইরাসমুক্ত রাখুন

মুঠোফোনকে ভাইরাসের হাত থেকে মুক্ত রাখার কিছু কৌশল-
১. মোবাইল ফোনের ভাইরাস বেশি ছড়ায় ব্লু-টুথের মাধ্যমে। তাই মুঠোফোনকে ভাইরাসমুক্ত রাখতে ফোনের ব্ল-টুথ অপশনটি বন্ধ করে বা লুকানো আবস্থায় (Hidden Mode) রাখুন। শুধুমাত্র প্রয়োজনের সময় ব্লু-টুথ অপশন চালু করুন। এতে ব্লু-টুথের মাধ্যমে যেসব ভাইরাস ছড়ায় সেসব ভাইরাসের হাত থেকে আপনার মুঠোফোন রক্ষা পাবে।
২. ব্লু-টুথ বা এম এম এস এর মাধ্যমে আসা কোন সংযুক্ত ফাইল ওপেন করার আগে একটু সতর্কতা অবলম্বণ করুন, যেমনটা আপনি কোন ই-মেইলের সাথে সংযুক্ত ফাইলের ক্ষেত্রে করে থাকেন। দেখে নিন যে উৎস থেকে সংযুক্ত ফাইলটি আপনাকে পাঠানো হয়েছে তা আপনার পরিচিত কিনা। অজানা কোন উৎস থেকে যে কোন ধরনের ফাইল কপি বা ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
৩. কম্পিউটার ভাইরাসের ঠেকাতে যেরকম এন্টি-ভাইরাস পাওয়া যায় তেমনি এখন মুঠোফোন এবং পিডিএ-এর ভাইরাস ঠেকাতেও এন্টি-ভাইরাস পাওয়া যায়। তাই কম্পিউটারের মতো মুঠোফোনেও এন্টিভাইরাস ব্যবহার করতে পারেন। ইন্টারনেটে অনুসন্ধান করলে মুঠোফোনের জন্য বেশ কিছু এন্টিভাইরাস পাবেন (যেমনঃ F-secure, Kaspersky) ।
৪. ভাইরাসের আক্রমনে আপনার মুঠোফোন অনাকাঙ্খিত আচরন শুরু করলে কাষ্টমার কেয়ার বা সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। সেসব ক্ষেত্রে বেশির ভাগ সময় মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম নতুন করে ইনস্টল করার প্রয়োজন হতে পারে। তাই আপনার মোবাইল ফোনের জরুরী কোন তথ্য যেন নষ্ট না হয় সেজন্য জরুরী ফাইল, অ্যাড্রেস বুক ইত্যাদির একটি ব্যাক-আপ রাখুন।
Collected by net.
Keep mobile phones bhairasamukta

Muthophonake something to be free from the virus kausala
1. Mobile phone virus is transmitted via Bluetooth. So keep bhairasamukta muthophonake Bluetooth phones, Blu-off option or hidden abroad (Hidden Mode) Keep. Turn on Bluetooth only when needed option. The virus, which is transmitted via Bluetooth to your cell phone will be protected from the virus.
II. MM-S via Bluetooth or any of the attached files kept little warning before, and as you would any files that have been attached to the e-mail. Take a look at the attached file that was sent to you from a source that is familiar to you. Any type of file from any source unknown refrain from copying or downloading.
3. Anti-Virus, so as to prevent a computer virus is found in cell phones and PDAs now to stop the virus anti-virus is found. So you can use the computer's anti-virus software, such as cell phones. Several anti-virus software for mobile phones will be searched for on the Internet (eg, F-secure, Kaspersky).
4. Virus attacks, unexpected behavior when your cell phone, please contact the Customer Care Center or the service. Most of the time in that case, the mobile phone may need to install a new operating system. Any information is important so that your mobile phone is not wasted so important files, address book, etc. Keep a back-up.