মোবাইল ট্র্যাকিং হয়রানি ও পরিত্রানের উপায়
আইন শৃংখলা বাহিনী যেকোন সময় অপারেটরের সার্ভারে অনুপ্রবেশ করে, যে কোন সিমের তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারে। যখন কোন অপরাধী কে ধরতে মোবাইল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হয় তখন সর্বপ্রথম সন্দেহভাজন সিম নাম্বারটি নিয়ে দেখা হয় সিমটি খোলা আছে কিনা আর থাকলে এখন কোন জায়গায় আছে? এক্ষেত্রে সিমটি যে জায়গায় খোলা থাকে সেখানে টাওয়ার এর মাধ্যমে অপরাধীর অবস্থান নির্নয় করা যায়। এক্ষেত্রে একটি বিশেষ পোর্টেবল (ভ্রাম্যমাণ) ডিভাইস এর সাহায্যে টাওয়ার থেকে সিম কত দুরত্বে আছে তা দেখতে পারে গোয়েন্দা সংস্থা। ডিভাইসটি একেবারে আপনার দেহ পর্যন্ত আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে যেতে পারে। যদি সিম বন্ধ থাকে তাহলে সিমের অতীত ইতিহাস জানার জন্য, অপারেটরের সার্ভারে প্রবেশ করে গোয়েন্দা সংস্থা। একটি সিম চালু করার পর যে বিষয়গুলো স্বয়ংক্রিয় ভাবে অপারেটরের সার্ভারে রেকর্ড হয়ঃ
1.ঐ সিমের মালিকের নাম–ঠিকানা ও ছবি (যদি রিজিষ্টার্ড সিম হয়)।
2. কল লিস্ট(রিসিভ ও ডায়াল্ড), SMS (ইনবক্স-আউটবক্স) ।
3. সিমটি নিয়ে ব্যবহারকারী কোন কোন জায়গায় ভ্রমণ করেছিল এবং কত সময় পর্যন্ত প্রতিটি জায়গায় ছিল।
4.সিমটির জন্য যে মোবাইল সেট ব্যবহৃত হয়েছে বা হচ্ছে সেটির IMEI নাম্বার। প্রতিটি মোবাইল সেটেরই ২টি বা ৩ টি IMEI নাম্বার থাকে যা সেটের ব্যাটারী খুলার পর দেখতে পাবেন।
5. রিচার্জ ও ব্যালেন্স এর হিস্টোরী। এক্ষেত্রে সাধারণত অপরাধীরা ভুয়া সিম ব্যবহার করায় সিমের মালিকের নাম–ঠিকানা ও ছবি পাওয়া যায় না। তবে মজার ব্যপার হলো এই বিষয়গুলোর ব্যপারে অপরাধীরা ক্লু রেখে যায়ঃ ১.কল লিস্ট (রিসিভ ও ডায়াল্ড), SMS (ইনবক্স-আউটবক্স), ২. সিমটি নিয়ে ব্যবহারকারী কোন কোন জায়গায় ভ্রমণ করেছিল এবং কত সময় পর্যন্ত এক এক জায়গায় ছিল। ৩. সিমটির জন্য যে মোবাইল সেট ব্যবহৃত হচ্ছে সেটির IMEI নাম্বার। ❑ তখন গোয়েন্দা সংস্থা এই তিনটি নিয়ে গবেষনা করে। প্রথমত কল লিস্ট থেকে ঐ সিমে ইঙ্কামিং ও আঊটগোয়িং কল ও এসএমএস এর নাম্বারগুলো সংগ্রহ করে সেগুলো থেকে সন্দেহভাজন নাম্বারগুলোও ট্র্যাকিং এর আওতায় নিয়ে আসা হয়। ১ম পর্যায়ে কোন কিছু পাওয়া না গেলে ২য় পর্যায়ে ‘সিমটি নিয়ে ব্যবহারকারী কোন কোন জায়গায় ভ্রমণ করেছিল এবং কত সময় পর্যন্ত এক এক জায়গায় ছিল’ তা দেখে ঐ জায়গাগুলোতে স্পাইদের পাঠানো হয় ঐখানে কারা ছিল তা খুজে বের করার জন্য। ২য় পর্যায়ে কোন ক্লু পাওয়া না গেলে ৩য় পর্যায়ে সিমটির জন্য যে মোবাইল সেট ব্যবহৃত হচ্ছে সেটির IMEI নাম্বার টিতে অন্য কোন সিম লাগানো আছে কিনা এটা সার্চ করে হয়। যদি একি মোবাইল সেটে অন্য সিম লাগানো হয় তাহলে IMEI নাম্বার এর মাধ্যমে অপরাধীর অবস্থান যেনে ফেলা যায়। অনেক সময় সিম ব্যবহারকারী মোবাইল অফ করে রাখলেও মোবাইল সেটের ব্যাটারী খুলে না ফেললে মোবাইলের BIOS অন থাকায় টাওয়ার এ সিগনাল চলে যায়। এর ফলে সিম ও সেট এর IMEI এর তথ্য টাওয়ার এ চলে যায়। ফলে সন্দেহভাজন ব্যাক্তির অবস্থান প্রকাশ হয়ে যায়। ❑ হয়রানি থেকে পরিত্রানের জন্য করনীয়ঃ
১. রেজিস্টার্ড সিম ব্যবহার না করা।
২. পরিচিত সিম ও ঐ সিমের ব্যবহৃত সেট ব্যবহার না করা। একই সেট ব্যবহার করলে অন্য সিম লাগালেও আপনার সেটের IMEI কিন্তু পেয়ে যাবে।
৩. মোবাইল সেট বন্ধ রাখলেও ব্যাটারী না খুলে ফেললে মোবাইলের BIOS অন থাকে বলে আপনার অবস্থান নির্ণয় করা যাবে।
৪. সিম নিয়ে কোন কোন জায়গায় যাচ্ছেন, কল লিস্ট(রিসিভ-ডায়াল), এসএমএস (ইনবক্স-আঊটবক্স-ড্রাফট) এগুলো কিন্তু অপারেটরের সার্ভারে রেকর্ড করা হচ্ছে তাই সতর্ক থাকবেন।
৫. আপনার অনেক দিন আগের পরিচিত সিম নতুন মোবাইল সেটে ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকবেন। এক্ষেত্রে নতুন সেটের IMEI চলে যাবে টাওয়ারে।
৬. সেন্সিটিভ কথা মোবাইলে বলবেন না। অনেক সময় সন্দেহভাজনকে না ধরে তার কথোপকথোন শুনে গোয়েন্দা সংস্থা। বিষয়টি অনুধাবন করতে পারলে অনাকাক্ষিত হয়রানি থেকে বাচতে পারবেন।
Collected by net.
Mobile tracking harassment and paritranera way
The forces of law and order at any time, the operator can penetrate the server, that can collect data SIM. When you catch the criminals who are using mobile tracking technology is the first suspect in the SIM card number of the handset is open, and there is no place now? The handset is open, the place where the tower is located the culprit. In this case, a portable (mobile) device is the distance from the tower can see how the SIM Intelligence Agency. The device can take your body up to the members of law enforcers. If the SIM card if the SIM is off to see the past history, entered the server operators Intelligence Agency. After activation of the things that it is automatically recorded on the server operators
1ai name and address of the owner of the SIM card and picture (if you are rijistarda SIM).
2. Call List (received and dayalda), SMS (Inbox-Outbox).
3. The user of the handset had no place to travel and how long it was in each place.
The mobile set has been or is being used for 4simatira the IMEI number. Each mobile seterai two or 3 will see the IMEI number, which is set to open the battery.
5. The history of recharge and balance. The perpetrators usually use fake SIM and the SIM card owner's name and address can not be found in the picture. However, the interesting thing about these matters, the criminals clue: a 1kala List (received and dayalda), SMS (Inbox-Outbox), ii. SIM of the user, and how much time to travel anywhere in the world were in place. 3. The IMEI number is used by the mobile handset to handset. ❑ The intelligence agencies of the three research. First, the Sime inkamim from the call list and the numbers of calls and SMS autagoyim collected from the suspects were brought under the tracking numbers. 1st phase of the second stage of anything is not available, the user handset traveling anywhere in one place, and how long one was there and saw what was spaidera of those places to find out who it was. The second stage of the 3rd stage of the handset is not available for any clues that the IMEI number of mobile phones being used in other cases there is no SIM card installed, whether it is search. If you are fitted with the same IMEI number of the mobile set, the other SIM can be removed through the example of the criminal US. Although SIM mobile handset users a lot of time off the mobile phone when the battery is not open due to the BIOS on the signal goes to the tower. As a result, the set of SIM and IMEI information goes to the tower. As a result, persons suspected to be expressed. ❑ DOs for paritranera from Harassment
1. Do not use SIM cards registered.
II. SIM and the SIM card is not used in the set. Using the same set of IMEI set, but you can get and put in another sim.
3. Though not set-off the battery cut off mobile phone is on the BIOS can determine your location.
4. No SIM going anywhere, calls list (dial-receive), SMS (Inbox autabaksa-draft), but operators are being recorded on the server, so be careful.
5. SIM is a long time ago you be careful with the use of new mobile sets. The tower will be moved to a new set of IMEI.
6. Do not say sensitive to the mobile. Intelligence agencies suspect not a lot of time listening to him for the conversation. If you live to be able to pursue the matter anakaksita harassment.
Collected by net.
|