How to take a screenshot of the mobile phone?
When the mobile screen images or screenshots may need. In particular, while chatting on the mobile phone in the form of cyatalaga images and video viewing from a mobile phone to store pictures of some of the steel required for the facility. The computer operating system, such as mobile phone operating system, the default is to keep the mobile screen image collection. If the application online, download and install the mobile phone operating systems can be found in the feature. Most of the premium app, and then purchased online with a credit card to use. Simabiyana the operating system for users to take screenshots of the app is free and there are quite a few. These are among the most popular software http://www.antonypranata.com/node/5. The software can be downloaded for free. This is the first mobile phone to install. The software is going to take to minimize. Any time the mobile phone screen for 'edit OK' button is press two together. The application settings can be set from the movie pharamyatasaha other issues. Some of the mobile phone, camera, keys, Horseball screenshots taken by the app.
=================
কিভাবে মোবাইলে স্ক্রিনশট নেওয়া যায়?
মোবাইলে কাজ করার সময় স্ক্রিনের ছবি বা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হতে পারে। বিশেষ করে মোবাইলে চ্যাটিং করার সময় চ্যাটলগ ছবি আকারে মোবাইলে সংরক্ষণ করতে এবং ভিডিও দেখার সময় সেখান থেকে কয়েকটি স্টিল ছবি ধরে রাখার জন্য এ সুবিধা দরকার। তবে কম্পিউটার অপারেটিং সিস্টেমের মতো মোবাইল ফোন অপারেটিং সিস্টেমে ডিফল্টভাবে মোবাইল স্ক্রিনের ছবি সংগ্রহ রাখার ব্যবস্থা থাকে না। অনলাইন থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করে নিলে মোবাইল অপারেটিং সিস্টেমেও সুবিধাটি পাওয়া সম্ভব। বেশির ভাগ অ্যাপ্লিকেশন আবার প্রিমিয়াম, ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে কিনে তারপর ব্যবহার করতে হয়। তবে সিমবিয়ান অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে স্ক্রিনশট নেওয়ার অ্যাপ্লিকেশন রয়েছে বেশ কিছু। http://www.antonypranata.com/node/5 স্ক্রিনশট সফটওয়্যারটি এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এ থেকে সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করা যায়। এটি মোবাইলে প্রথমে ইনস্টল করুন। এরপর সফটওয়্যারটি চালু করে মিনিমাইজ করে নিন। যেকোনো সময় মোবাইলে স্ক্রিনশট নেওয়ার জন্য 'এডিট+ওকে' বাটন দুটি একসঙ্গে চাপতে হবে। আর অ্যাপ্লিকেশনটির সেটিংস থেকে ছবির ফরম্যাটসহ অন্যান্য বিষয় নির্দিষ্ট করে দেওয়া যাবে। বেশ কিছু মোবাইলে আবার 'ক্যামেরা কি' চেপেই এ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে স্ক্রিনশট নেওয়া যায়।
|