কোথায় কম্পাইলার পাবেন? কিভাবে কম্পাইলার ব্যবহার করবো?
লিনাক্স কিংবা ম্যাক ব্যবহারকারীর জন্য সি- ল্যাঙ্গুয়েজ এর কম্পাইলার gcc। কম্পিউটারে না থাকলে, এটি ইনস্টল করে নিতে হবে। উইন্ডোজ ব্যবহার করলে,কম্পাইলার হিসেবে Codeblocks (http://www.codeblocks.org/) ব্যবহার করা যায়। ডাউনলোড ও ইন্সটল করে নিতে হবে। Downloads পেইজে Binaries-এ উইন্ডোজের জন্য দুটি অপশন থাকে: codeblocks-10.05-setup.exe এবং codeblocks-10.05mingw-setup.exe। দ্বিতীয়টি ডাউনলোড করা যায় (74.0 MB)। ইনস্টল করা, অন্য সফটওয়্যার বা গেমসের মতোই। যারা উবুন্টু ব্যবহার করেন, তারা Ubuntu Software Center (Applications > Ubuntu Software Center) থেকে এটি ডাউনলোড করতে পারেন। এটি ফ্রি ও ওপেন সোর্স IDE (Integrated Development Environment) এবং ম্যাক আর লিনাক্সেও চলে। এমনিতে সাধারণ কোনো টেক্সট এডিটর (যেমন: নোটপ্যাড, জিএডিট, কেরাইট) ব্যবহার করে কোড লিখে সেটি কম্পাইলার দিয়ে কম্পাইল করে রান করা যায়। তবে অধিকাংশ আইডিই (IDE) গুলোতেই নিজস্ব টেক্সট এডিটর ও কম্পাইলার থাকে। প্রোগ্রাম রান করার ব্যবস্থাও থাকে। এ ছাড়াও নানা ধরনের টুলস্ থাকে।
|