Building or tower, is broken by lightning /~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Photoshop >>> Building or tower, is broken by lightning /

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

Building or tower, is broken by lightning
Take a picture of any building or towers. Create new layer from the layer palette and click. A new layer will be created. Layer name in the Lightning.
Keyboard - by pressing the D pharagraunda and set the background color as well as black and white. Lightning Thank gradient tool, gradient eplai please. Lightning will depend on the gradient of the engela. The gradient of the engela can eplai. Then filtered from the menu Render> difference clouds click. From the Image menu, Adjustments> invert click. This command pikselagulo black and white image will become black pikselagulo sadaya. From the Image menu, click Levels. Enter the picture quality.
Lebelasa set the image would look like.
Electric bajrapatatite for Color Image from the menu or press ctrl + U Adjustments> hue / saturation and image quality of the click. Lightning Layer Layer palette Screen to survive the day.
Select the Eraser Tool and a soft round brush with Tower lightning, thunder and apply additional components removed. Thunder that seem to be becoming part of the section, select the Rectangular Marquee Tool, and right click, Layer via copy click on the button. A new layer will be created. Thank new, ctrl + T and transform the way you create. The Lighning film layer has two copies. You can also go to this parameter. If you have only a lightning bolt will not have any branches. If the layer copy leyaraguloke Merge. Thank you for merging the layer palette and press ctrl + E. However, do not merge with the tower in the background.
Brajapata it is created. It will break the towers. I hope that this task is very simple.
Layers palette, select the background. Lasso Polygonal Lasso tool with the Tower of the Tower at the touch of lightning select the jayagatisaha as follows.
Right mouse click on the Layer via cut command. A new layer will be created. Give the layer a name. It is a command ctrl + t baundari the broken part of the Rotate Transform and Distort to create a fairly realistic. Cut the white part of the background is. This part of the clone tool palette and select the background layer with the correct settings.

=========
বজ্রপাত দিয়ে বিল্ডিং অথবা টাওয়ার ভাঙ্গা
যেকোন একটি বিল্ডিং অথবা টাওয়ারের ছবি নিন। এবার লেয়ার প্যালেট থেকে create new layer এ ক্লিক করুন। নতুন একটি লেয়ার তৈরি হবে। লেয়ারটির নাম দিন Lightning।
কি-বোর্ড থেকে D চেপে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সাদা ও কালো সেট করুন। Lightning লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় গ্রাডিয়েন্ট টুল নিয়ে, গ্রাডিয়েন্ট এপ্লাই করুন। গ্রাডিয়েন্ট এর এংগেল এর উপর আপনার বজ্রপাত নির্ভর করবে। বিভিন্ন এংগেল এ গ্রাডিয়েন্ট এপ্লাই করে দেখতে পারেন।এবারে ফিল্টার মেনু থেকে Render > difference clouds ক্লিক করুন । Image মেনু থেকে Adjustments>invert এ ক্লিক করুন। এই কমান্ডের ফলে ছবির সাদা পিক্সেলগুলো কালো এবং কালো পিক্সেলগুলো সাদায় পরিণত হবে। এবার Image মেনু থেকে Levels এ ক্লিক করুন। ছবির মান দিন।
লেবেলস সেট করার পর ইমেজটি এরকম দেখাবে।
বজ্রপাতটিতে ইলেকট্রিক কালার দেয়ার জন্য ctrl + U চাপুন অথবা Image মেনু থেকে Adjustments>hue/saturation এ ক্লিক করুন এবং ছবির মান দিন। এখন লেয়ার প্যালেটে Lightning Layer টিকে Screen করে দিন।
ইরেজার টুল নিয়ে একটি সফট রাউন্ড ব্রাশ সিলেক্ট করুন এবং বজ্রপাতের অতিরিক্ত অংশগুলো মুছে ফেলে বজ্রপাতটিকে টাওয়ারের সাথে নিয়ে লাগান। বজ্রপাতের যে অংশটি মানানসই বলে মনে হবে, সেই অংশটি Rectangular Marquee Tool দিয়ে সিলেক্ট করুন, এবং মাউসের রাইট ক্লিক করে, Layer via copy তে ক্লিক করুন। নতুন একটি লেয়ার তৈরি হবে। নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায়, ctrl + T চেপে transform করে ছবির মত করে তৈরি করুন। ছবিটিতে মূল Lighning লেয়ারটির দুটি কপি করা হয়েছে। ইচ্ছে করলে এই ব্যাপারটি এড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার বজ্রপাত কেবল একটি হবে কোন শাখা প্রশাখা থাকবে না। যদি লেয়ারের কপি করে থাকেন তবে লেয়ারগুলোকে মার্জ করুন। মার্জ করার জন্য লেয়ার প্যালেটের উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় ctrl + E চাপুন। তবে অবশ্যই ব্যাকগ্রাউন্ড অর্থাৎ টাওয়ারটির সাথে মার্জ করবেন না।
ব্রজপাত তো তৈরি হল। এবারে টাওয়ারটি ভাঙতে হবে। আশার কথা হল এই কাজটি খুবই সহজ।
লেয়ার প্যালেট থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। Polygonal Lasso ল্যাসো টুল দিয়ে টাওয়ারের যে জায়গায় বজ্রপাত এসে টাওয়ারটিকে স্পর্শ করেছে সেই জায়গাটিসহ নীচের মত করে সিলেক্ট করুন।
মাউসের রাইট ক্লিক করে Layer via cut কমান্ড দিন। নতুন একটি লেয়ার তৈরি হবে। লেয়ারটির যে কোন একটি নাম দিন। এবারে ctrl + t কমান্ড দিয়ে ট্রান্সফর্মের বাউন্ডারী এনে ভাঙ্গা অংশটি Rotate করুন এবং মোটামুটি বাস্তবসম্মত করার জন্য Distort করুন। কাট কমান্ড দেয়ার ফলে ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ সাদা হয়ে গেছে। লেয়ার প্যালেটে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এই অংশটি clone tool দিয়ে ঠিক করে ফেলুন।