Let us go easy to learn Microsoft word-13 (Bengali Key - Board of Use ~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Foxpro, MS word >>> Let us go easy to learn Microsoft word-13 (Bengali Key - Board of Use

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

Let us go easy to learn Microsoft word-13
----বাংলা কী-বোর্ড এর ব্যাবহার----
আসুন আমরা বাংলা লিখে ধারণা নেই।১ম এ কী-বোর্ড থেকে (Ctrl +Alt) বাটন এক সংঙ্গে চেপে রেখে B বোতামে চাপ দিতে হবে।অথবা কী-বোর্ড এর আইকন এ মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করতে হবে।অভ্র ব্যাবহার করলে F12 অথবা এ মাউস পয়েন্টার অভ্র বারে ক্লিক করে unibjioy নিতে হবে।

� টুলবাররে Times New Roman লেখার পাশে নিম্নগামী ড্রপডাউনে ক্লিক করুন।Pull down মেনু আসবে।
� এখান থেকে বাংলা ফন্ট sutonnyMJ সিলেক্ট করুন।
� এখন যদি কী-বোর্ড থেকে Q বাটন চাপলে ঙ লেখা হয় তবে বুঝতে হবে আপনার কী-বোর্ডটি বাংলায় রূপান্তরিত হয়েছে।
এবারে লিখুন: আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
আমার= (Shift+F=অ, F=া, M=ম, F=া, v=র
সোনার= (C=ে, N=স, F=া, B=ন, V=র
বাংলা= (H=ব, F=া, Shift+Q=ং, shift+vল, F=া
আমি= (shift+F=অ, F=া, D=ি, M=ম
তোমায়= (C=ে M=ম, F=া shift+w=য়
ভালো= (shift+H=ভ, F=া, shift+v=ল, X=ো
বাসি=(H=ব, F=া, D=ি, N=স

এক অক্ষরের সাথে অন্য অক্ষরের যুক্ত করার জন্য G প্রেস করতে হবে।
যেমন=
ক্ত=J+G+K
ব্ব=H+G+H
ই, উ, ঋ, ও, এ ইত্যাদি অক্ষরের জন্য প্রথমে G প্রেস করে নিতে হয়।
G+D=ই, G+S=উ, G+A=ঋ, G+X=ও, G+C=এ, ইত্যাদি।

ঈ, ঊ, ঔ, ঐ ইত্যাদি অক্ষরের জন্য প্রথমে G+shift প্রেস করে নিতে হয়।
G+shift+D=ঈ, G+shift+S=ঊ, G+shift+X=ঔ, G+shift+C=ঐ,