How easy it can be to accept the natural family planning method?
Free, without medication, simple methods of family planning methods in Nature. Husband - wife of sexual sin, and he does not want children, and families who otherwise can. Many azal method you want to use, because it can not find full happiness., So - you want to experience the full glory, but not ayala method, that we, the wife of monthly / mins / body bad that day, and the day of the 18 (eighteen) days after the start of the next month mins I do not azal method. semen out of him, not inside Deleting child. In the month 10/1, you can get it. It is not necessary to use any azal method or medicine.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
কিভাবে সহজ প্রাকৃতিক পদ্ধতিতে পরিবার পরিকল্পনা গ্রহণ করা যায়?
বিনা পয়সায়, বিনা ওষুধে, সহজ প্রাকৃতি পদ্ধতিতে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা যায়।স্বামী-স্ত্রীর যৌন মলিন হবে, অথচ সন্তান নিতে চান না, এমন পরিবারগুলো এমন পদ্ধতি অবলম্বন করতে পারেন। অনেকে আযল পদ্ধতি ব্যবহার করতে চান না, কারণ, তাতে পূর্ণ সুখ পাওয়া যায় না।তাই- পূর্ণ সুখ অনুভব করতে চান, অথচ আযল পদ্ধতি নয়, সেটাই বলছি, স্ত্রীর মাসিক / মিন্স / শরীর খারাপ যে দিন শুরু হবে, সে দিন থেকে শুরু করে ১৮ (আঠার দিন পর, পরবর্তী মাসের মিন্স শুরু পর্যন্ত আর আযল পদ্ধতি লাগে না।বীর্য বাইরে না ফেলে, ভিতরে ফেললেও সন্তান হবে না। এ সুযোগ মাসে ১০/১২ দিন পেতে পারেন। এতে আযল পদ্ধতি বা ওষুধ কোন কিছু ব্যবহারের প্রয়োজন পরে না।
|